ডেঙ্গু প্রতিরোধে কেসিসি প্রস্তুত রয়েছে : মেয়র
তথ্য বিবরণী
ডেঙ্গু ও গুজব প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল শুক্রবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রথমেই সকলকে সচেতন হতে হবে। দিনে মশারি টানিয়ে ঘুমাতে হবে। শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। বাড়ির আঙ্গিনা, অফিস চত্ত¡র, ফুলের টব ও সকল স্কুল-কলেজের আশপাশ পরিস্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া যাবে। এজন্য অভিভাবক, শিক্ষার্থী ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে খুলনা সিটি কর্পোরেশন প্রস্তুত রয়েছে। তিনি বলেন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে। খুলনাকে একটি তিলোত্তমা নগরী গড়তে মেয়র সকলের সহযোগিতা কামনা করেন। খুলনাকে ডেঙ্গুমুক্ত রাখতে সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সংস্থা ও সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান সিটি মেয়র।
সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন, খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ, কেএমপির উপপুলিশ কমিশনার মোঃ এহসান শাহ এবং পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এতে সভাপতিত্ব করেন। এসময় মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় খুলনা মহানগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অংশ নেন।