ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় কুয়েটে পরিস্কার পরিচ্ছন্নতা দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘পরিস্কার পরিচ্ছন্নতা দিবস ২০১৯’ সচেতনতামূলক সভা ও র্যালীর মধ্য দিয়ে পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ।
কর্মসূচী চলাকালীন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সোবহান মিয়া, রেজিস্ট্রার জিএম শহিদুল আলম, লাইব্রেরীয়ান ও বৃক্ষ উন্নয়ন কমিটির সভাপতি মোঃ আক্কাছ উদ্দিন পাঠান, প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাঃ রিফাত সুলতানা শেলী ও নিরাপত্তা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন প্রামানিক।
কর্মসূচীর উদ্বোধন শেষে একটি র্যালী প্রশাসনিক ভবনের সম্মুখ হতে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সম্মুখে এসে শেষ হয়। কর্মসূচী চলাকালীন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আবর্জনা পরিস্কার করাহয় ও মশক নিধক ঔষুধ স্প্রে করা হয়। কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।