ডেঙ্গুতে অন্তঃসত্তা নারীর মৃত্যু
দক্ষিণাঞ্চল ডেস্ক
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় অন্তঃসত্ত¡া এক নারীর মৃত্যু হয়েছে। শারমিন আরা শাপলা (৩২) আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক একেএম নাজমুল হকের স্ত্রী। তিনি জয়পুরহাট পৌরসভার শান্তিনগর এলাকার মৃত আব্দুস সালামের মেয়ে।
সোমবার ভোর সাড়ে ৫টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা এস এ এম কামরুজ্জামান।
ডেঙ্গুতে আক্রান্ত শারমিনকে জয়পুরহাট থেকে ঢাকায় এনে রোববার সকাল সাড়ে ১১টায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বিকালে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে তিন দিন আগে দক্ষিণ কোরিয়া যান নাজমুল। তার আগে স্ত্রী ও ছেলেকে বাড়িতে রেখে আসেন। সোমবারই তিনি দেশে ফিরবেন।
শারমিনের ভাই জহুরুল ইসলাম বলেন, শারমিন সাত মাসের অন্তঃসত্ত¡া ছিলেন। মঙ্গলবার তিনি ঢাকা থেকে জয়পুরহাটে তার বাসায় যান। শুক্রবার দুপুরে শারমিনের জ্বর শুরু হলে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য শনিবার রাতে তাকে ঢাকায় নেওয়া হয়।
আগের দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরা হলেন- পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দীন কোরেশীর স্ত্রী সৈয়দা আক্তার (৫৪), ইডেন কলেজের ছাত্রী শান্তা আক্তার, ঢাকার একটি কলেজের স্নাতকের ছাত্রী দিপালী আক্তার (২৩), খুলনার স্কুলছাত্র মো. মঞ্জুর শেখ (১৫) ও মর্জিনা বেগম (৬৫)। এর আগে স্বাস্থ্য অধিদপ্তর রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু নিশ্চিত করলেও বিভিন্ন গণমাধ্যমে অর্ধশতাধিক মৃত্যুর খবর ইতোমধ্যে এসেছে।