January 22, 2025
আঞ্চলিক

ডুমুরিয়া শাহ্পুর মাধ্যমিক বিদ্যালয়ের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

ডুমুরিয়া প্রতিনিধি

শাহ্পুর মাধ্যমিক বিদ্যালয় অভিভাবক শ্রেণীর দ্বি-বার্ষিক নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দুটি পক্ষ অংশগ্রহণ করে। গতকাল বৃহস্পতিবার তুমুল প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ নির্বাচনে জি এম আবুল কালাম আজাদের প্যানেলটি বিজয় লাভ করে। উক্ত প্যানেলে মো: সাহেদ আমিন ৩৫০ ভোট পেয়ে ১ম, মিজানুর রহমান গাজী ৩১৭ ভোট ২য়, এ এম শফিকুল ইসলাম ৩০৭ ভোট পেয়ে ৩য়, মো: জিল্লুর রহমান ৩০৬ ভোট পেয়ে ৪র্থ এবং রাবেয়া খাতুন ৩৩২ ভোট পেয়ে বিজয়ী হয়। প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ নির্বাচনে আবুল কালাম আজাদের পূর্ণ প্যানেল বিজয়ী হয়।

নির্বাচন পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ, সহকারী শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল, টিকেন্দ্রনাথ সানা এবং হাজীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন এস. আই. ইয়াসিন হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ। আগামী দুই বছরের জন্য আবুল কালাম আজাদের প্যানেলটি স্কুল পরিচালনা করবেন। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ অভিভাবক শ্রেণী নির্বাচনে মোট ১০ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশগ্রহণ করেন। এর মধ্যে আবুল কালাম আজাদের প্যানেলটি নির্বাচিত হন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *