ডুমুরিয়া মান্দ্রায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া চেচুড়ী মন্দ্রা পুরাতন ব্রিজ মোড়ে শনিবার এলাকাবাসীর উদ্যোগে এক ওয়াজ মাহ্ফিলের আয়োজন করে। মাহ্ফিলের সভাপতিত্ব করেন আলহাজ্জ্ব জি এম এ ডা. জলিল, মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্জ্ব হযরত মাও: ইউনুছ আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হযরত মাও: মো: মাহাবুবুর রহমান, সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হযরত মাও: মো: আমজানুর রহমান, মো: মতিউর রহমান, মো: শরিফুল ইসলাম, এছাড়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. দীন মোহাম্মদ খোকা, চেয়ারম্যান মোল্যা রেজোয়ান হোসেন, ইউপি সদস্য আজম হালদার, মো: শহিদ মহলদার, মাহফিল পরিচালনা করেন আব্দুল্লাহ আল মামুন, ও মাহফিলের সার্বিক পরিচালনা করেন জি এম সাকি ইউনুছ।