December 22, 2024
আঞ্চলিক

ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড অর্জন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয় ব্রিটিশ কাউন্সিল কর্তৃক ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড-২০১৯ অর্জন করেছে। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় অবস্থিত সুপ্রাচীন এই বিদ্যালয়টি ২০২৪ সালে শতবর্ষে পদার্পণ করবে। ১৯২৪ সালে তৎকালীন জমিদার নিত্যগোপাল চৌধুরী ও তার বন্ধু নবীনচন্দ্র কুন্ডুর সদিচ্ছায় প্রতিষ্ঠিত বিদ্যালয়টির রয়েছে গৌরজ্জ্বল ইতিহাস। এই বিদ্যালয়ের অনেক প্রক্তন ছাত্র বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখে চলেছেন।

খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বর্তমানে অত্র বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য তিনি ১৯৭৪ সাল হতে দীর্ঘ ৩২ বছর পর্যন্ত অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন।

বিদ্যালয়ের বর্তমানে প্রধান শিক্ষক জনাব মোঃ আইউব হোসাইন জানান; দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়টি জেএসসি এবং এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। আমরা বর্তমানে ইউনেস্কো ঘোষিত ঝউএ-৪ (ছঁধষরঃু ঊফঁপধঃরড়হ) বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় বিদ্যালয়ের ওঝঅ ঈড়-ড়ৎফরহধঃড়ৎ এবং কারিগরি শাখার কম্পিউটার ডেমোনেস্ট্রেটর সৌমিত্র বিশ্বাস ব্রিটিশ কাউন্সিলের একটি প্রকল্পে বিশ্বের চারটি দেশের বিভিন্ন স্বনামধন্য বিদ্যালয়ের সাথে কাজ করে এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়। এছাড়া বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক/কর্মচারী এই পুরস্কার অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *