ডুমুরিয়া মহাবিদ্যালয়ে মতবিনিময় সভা
ডুমুরিয়া প্রতিনিধি
গতকাল বুধবার সকালে ডুমুরিয়া মহাবিদ্যালয়ে শিক্ষক ও পরিচালনা পর্ষদ’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ অফিস কক্ষে আয়োজিত “ডিগ্রী পাশ পরীক্ষায় শতভাগ সফলতা অর্জন” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদার।গত ডিগ্রী পাশ পরীক্ষায় ৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন প্রথম বিভাগ ও ৭১ জন দ্বিতীয় বিভাগে কৃতকার্য হয়ে শতভাগ সফলতা অর্জন করেছে,যা ধরে রাখতে শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সেতু বন্ধন গড়ে তোলার বিকল্প নেই এমনটি উল্লেখ করে সভায় বক্তব্যদেন অধ্যাপক অপরাজিতা মল্লিক,মঞ্জুরুল হক মুকুল,ড.ফেরদাউস খান,আত্উার রহমান খান,নারায়ন চন্দ্র মন্ডল,মাগফুরা খানম,শিশির কুমার সিংহ,নুরুল ইসলাম খান,শহিদুজ্জামান খান,বিধূভূষন সরকার,খান আনিসুজ্জামান,আবু বক্কার খান,মহিদুল ইসলাম প্রমূখ।