November 23, 2024
আঞ্চলিক

ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি আবদুল্লাহ ও সম্পাদক জাহাঙ্গীর

 

খবর বিজ্ঞপ্তি

উৎসবমুখর পরিবেশে ডুমুরিয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ২০২০ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ১১টি পদের মধ্যে ৭টি পদে ভোট অনুষ্ঠিত হয়। ২২জন ভোটার ৭টি পদে ভোট প্রদান করে। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিরামহীনভাবে প্রেসক্লাব ভবনে প্রশাসনের কড়া নজরদারির মধ্যে শান্তিপূর্ন ভাবে নির্বাচন সম্পন্ন হয়। তুমুল প্রতিদ্বন্দিতাপূর্ণ এ নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীকে ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন কাজী আব্দুল্লাহ, তার নিকটতম প্রার্থী বিলায়েত হোসেন ছাতা প্রতীকে পান ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে এস এম জাহাঙ্গীর আলম মোমবাতি প্রতীকে ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী উদয় চক্রবতী কলস প্রতীকে পেয়েছেন ৪ ভোট। কোষাধ্যক্ষ পদে ইলিয়াজ হোসেন বই প্রতীকে ১১ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রার্থী এসএম রফিকুল ইসলাম তালাচাবি প্রতীকে পান ১০ ভোট। ক্রীড়া সম্পাদক পদে এসএম মাহাবুব আলম কাঁঠাল প্রতীকে ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রার্থী আব্দুর রশিদ এলিন হারিকেন প্রতীকে পান ৯ ভোট। এছাড়া নির্বাহী সদস্য পদে আঃ রশিদ বাচ্চু জাহাজ প্রতীকে পান ১৩ ভোট, জাহিদুর রহমান বিপ্লব ঘোড়া প্রতীকে পান ১২ ভোট এবং অপর প্রার্থী আরশাফুল আলম গরুর গাড়ীর প্রতীকে ১২ পেয়ে নির্বাচিত হয়। নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন থানা পুলিশের এস আই লিটন, এস আই হাছানুজ্জামান ও এ এসআই মনির। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন বিনা প্রতিদ্ব›িদ্ব¦তায় নির্বাচিত সহ-সভাপতি শেখ মাহাতাব হোসেন, যুগ্ম সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাব্বির খান ডালিম, দপ্তর সম্পাদক সুজিত মল্লিক।

নির্বাচন শেষে বিজয়ী  সদস্যরা সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি’র বাস ভবনে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে নব নির্বাচিতদের ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। উপজেলা সভাপতি সংসদ সদস্য সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দারসহ আওয়ামী লীগ নেতৃবন্দ প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি-সম্পাদকসহ বিজয়ীদের দায়িত্বশীলতার সাথে এবং পেশাদারী সাংবাদিকদের নিয়ে সংগঠনকে সঠিকভাবে পরিচালণার আহবান জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *