ডুমুরিয়া থুকড়া কাছারীবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান
ডুমুরিয়া প্রতিনিধি
বর্নাঢ্য আয়োজনে গতকাল বুধবার থুকড়া কাছারীবাড়ী আর.আর.জি.টি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গাজী মোনায়েম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাষক শেখ হারুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সিনি: সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, জেলা পরিষদের সদস্য সরদার আবু সালেহ্, রঘুনাথপুর ইউনিয়ন আ:লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্জ্ব খান শাকুর উদ্দীন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শোভা রানী, প্রধান শিক্ষক বিরেশ্বর রায়, জেলা যুবলীগ নেতা জাকির হোসেন, জামিল খান, বিধান চন্দ্র রায়, সাবেক প্রধান শিক্ষক শেখ আবুু তালেব, এস এম গোলাম কুদ্দুস, সহকারী শিক্ষক বিদ্যুৎ আলম, নিতীশ তরফদার, শিক্ষক মুজিবুর রহমান, বি.এম হায়দার আলী প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বিদ্যালয়ের ভবন নির্মানের জন্য ৫লক্ষ টাকা এবং বিদ্যালয়ের ক্রীড়া সরঞ্জামাদী ক্রয়ের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ দেবেন বলে জানান। ক্রীড়ানুষ্ঠানে সার্বিক ধারাবর্ষে ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিমান কুমার রায় ও শিক্ষিকা সোনিয়া সুলতানা। ক্রীড়ানুষ্ঠানের ফলাফল প্রকাশ করেন সিনিয়র শিক্ষক আব্দুল গফফার মোড়ল, শিল্পী রানী মন্ডল, সুদিপ্ত সরকার ও হোসনেয়ারা খাতুন।