ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শেখ আব্দুস ছালামকে ইয়াছিন মোল্যা নামে এক বখাটে যুবক কর্তৃক মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালি গালাজ ও জীবন নাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এরা হলেন- সভাপতি আনোয়ার হোসেন আকুঞ্জি, সহ-সভাপতি শেখ হেদায়েতুল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন্ত চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম, দপ্তর সম্পাদক জিএম ফিরোজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খান মহিদুল ইসলাম, নির্বাহী সদস্য অধ্যাপক খান নুরুল ইসলাম, রোমেল হোসেন, খান আরিফুজ্জামান নয়ন, মোঃ মোক্তার হোসেন, মাসুম গাজী প্রমুখ।
প্রসঙ্গত, গত শুক্রবার আটলিয়া ইউনিয়নের চাকুন্দিয়া গ্রামের কথিত সাংবাদিক ইব্রাহীমের বাড়ি থেকে বৈধ কাগজ পত্র বিহীন একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। ওই ঘটনার খবর বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়। তারই জের ধরে শুক্রবার ইব্রাহীম মোল্যার ছোট ভাই বখাটে যুবক ইয়াসিন মোল্যা মোবাইল ফোনে সাংবাদিক শেখ আব্দুস ছালামের বিরুদ্ধে সংবাদ প্রকাশের মিথ্যা অভিযোগ এনে অকথ্য ভাষায় গালিগালাজ ও জীবন নাশের হুমকি দেয় ইয়াছিন। বিষয়টি নিয়ে শনিবার ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী এন্ট্রি হয়েছে।