ডুমুরিয়া ইউএনওকে কপিলমুনি আঞ্চলিক মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির ক্রেষ্ট প্রদান
গত সোমবার ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহনাজকে তাঁর কার্যালয়ে কপিলমুনি আঞ্চলিক মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি পাইকগাছা, খুলনার পক্ষে ডুমুরিয়া উপজেলার বীরমুক্তিযোদ্ধারা ক্রেস্ট প্রদান করেন।
ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখের কপিলমুনি আঞ্চলিক মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির দাতা সদস্য মুক্তিযুদ্ধের যুদ্ধকালীন লিডার (বিএলএফ) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম,এম, জিয়াউল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ বিমল রায়, ডুমুরিয়া থানার যুদ্ধকালীন ডেপুটি কমান্ডার চন্দ্রকান্ত তরফদার, নৃপেন্দ্র নাথ বিশ^াস, বিভাষ চন্দ্র বৈরাগী, সুধাংশু শেখর ফৌজদার, রবিন্দ্র নাথ বৈরাগী, গোলাম রহমান ফিরোজ, ভোলা নাথ মল্লিক, ক্ষীরোধ চন্দ্র বৈরাগী, মোঃ রফিকুল ইসলাম, চিত্ত রঞ্জন মন্ডল, বিকাশ চন্দ্র বিশ^াস, কুমুদ রঞ্জন মল্লিক, সচীশ ফৌজদার, নিমাই মন্ডল, সচীন মন্ডল, বিজয় রায়, পঞ্চানন জোয়াদ্দর প্রমুখ।