December 24, 2024
আঞ্চলিক

ডুমুরিয়ায় ৭ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার

 

ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় ৭ম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গত ২৬ ফেব্রæয়ারী রাতে উপজেলার উলা চরাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে ধর্ষকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরন সূত্রে জানা যায়, উপজেলার নোয়াকাটি এলাকার জামির শেখের ছেলে ইটভাটা শ্রমিক তৌফিক শেখ (২৪) তার মামা বাড়ী উলা চরআইলে বসবাস করে আসছে।ঘটনার রাতে সে এক্ই এলাকার উলা দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণী পড়–য়া ওই মাদ্রাসা ছাত্রীকে মোবাইল ফোনে ডেকে তার মামার বাড়ী নিয়ে আসে। এ সময় ঘরের মধ্যে তাকে জোর পূর্বক ধর্ষণ করা হয়।এরপর মেয়েটিকে আহতবস্থায় উদ্ধার করে খুলনা

মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করা হয়। ঘটনা প্রসঙ্গে থানার ওসি মোঃ

আমিনুল ইসলাম বলেন এ ঘটনায় শুক্রবার রাতে থানায় একটি মামলা হয়েছে এবং আসামী আটকের চেষ্টা অব্যহত রয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *