ডুমুরিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১
দ: প্রতিবেদক
খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। আটক মশিয়ার রহমান খাঁন (৩৬) ডুমুরিয়া উপজেলার খলসী গ্রামের মৃত আঃ রশিদ খাঁনের ছেলে। গত বুধবার রাতে তাকে আটক করা হয় বলে জেলা ডিবির ইনচার্জ মোঃ তোফায়েল আহমেদ জানিয়েছেন।
তিনি জানান, ডুমুরিয়া থানাধীন ডুমুরিয়া থানাধীন খলসী গ্রামের মাদ্রাসা মোড়স্থ বাজারের আশরাফুলের চা এর দোকানের সামনে থেকে আটক করা হয়। এসময় তার ডান হাতে থাকা লাল রংয়ের শপিং ব্যাগের মধ্যে পলিথিনে রক্ষিত ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় এসআই লায়েকুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডুমুরিয়া থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।