ডুমুরিয়ায় ৪ ইট ভাটাকে লক্ষাধিক টাকা জরিমানা
দ: প্রতিবেদক
ডুমুরিয়ার খর্ণিয়া এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪টি ইট ভাটাকে লক্ষাধিক টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সঞ্জিব দাসের নেতৃত্ব এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার খর্নিয়া এলাকায় গড়ে উঠা স্টার কে,বি ব্রিক্স, আল-মদিনা ব্রিক্স, এস,এম,বি ব্রিক্স ও মেরী ব্রিক্স এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৪ ধারা লংঘনের অপরাধে প্রত্যেকটি ইট ভাটা কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা ধার্য্য করে মোট ১ লাখ ২০ হাজার টাকা আদায় করা হয়। পাশাপাশি ইট ভাটা সমুহের মধ্যে সরকারি খাস জমি ব্যবহারের ব্যাপারে চলমান তদন্ত কার্যক্রম পর্যবেক্ষন করা হয়।
অবৈধভাবে খাস জমি ব্যবহারের বিরুদ্ধে অচিরেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে। অভিযানে সহযোগিতা করেন থানা পুলিশের কর্মকর্তা ও এসি ল্যান্ড অফিসের কর্মকর্তাবৃন্দ।