ডুমুরিয়ায় ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা
দ: প্রতিবেদক
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে গতকাল রবিবার ডুমুরিয়া উপজেলার থুকড়া বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় তদারকি মূল্য তালিকা না থাকা ও নোংরা পরিবেশ থাকায় আল জুবায়ের মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ থাকায় রোহান সুইটসকে ২ হাজার টাকা, খাবারের প্যাকেটে মেয়াদ মূল্য উলেখ না থাকায় সৈকত স্টোরকে ১ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় মা তারা হোটেলকে ১ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানোসহ সচেতন করা হয়।