ডুমুরিয়ায় ১৫০ পিস ইয়াবাসহ আটক ১
দ: প্রতিবেদক
খুলনার ডুমুরিয়ায় ১৫০ পিস ইয়াবাসহ মোঃ রায়হান শেখ (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার চুকনগর বাসষ্টান্ড থেকে তাকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মির্জাপুর শেখপাড়া গ্রামের আব্দুল কাদের শেখের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে গোয়েন্দা পুলিশ পরিদর্শক (নিঃ) গোপাল চন্দ্র রায় বাদী হয়ে ডুমুরিয়া থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।