ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় ডিজিএফআইয়ের কর্মকর্তা নিহত, পাইকগাছায়ও নিহত ১
দ. প্রতিবেদক
খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় তারিয়েফ সুনাম দীপ (৩০) নামে ডিরেক্টরেট অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় তার বন্ধু এস এম ফাহাদ (৩০) আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঁঠালতলা বিশ্বাস বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারিয়েফ সুনাম দীপ খুলনা মহানগরীর ময়লাপোতা ডালমিল মোড় এলাকার কাজী গোলাম মোর্তজার ছেলে। তিনি ঢাকায় ডিজিএফআইয়ের সহকারী পরিচালক পদে কর্মরত ছিলেন।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বলেন, সড়ক দুর্ঘটনায় ঢাকায় কর্মরত ডিজিএফআইয়ের সহকারী পরিচালক তারিয়েফ সুনাম দীপ নিহত হয়েছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ছিলেন। ভরদুপুরে দুর্ঘটনা ঘটায় রাস্তাটি জনশূন্য থাকায় ঘাতক ট্রাকটি শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ঘাতক ট্রাক এবং চালক ও হেলপারকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত তারিয়েফ সুনাম দীপের বন্ধু আহত এস এম ফাহাদ জানান, বুধবার সকালে একটি মোটরসাইকেলে (খুলনা মেট্রো ন-১১-৮৭৬৬) তারিয়েফ সুনাম দীপ ও তিনি (এসএম ফাহাদ) যশোরের কেশবপুর উপজেলার ভরত ভায়নায় পতœতত্ত¡ নিদর্শন ‘ভরতের দেউল’ দেখতে যান। ভরতের দেউল দেখে তারা উপজেলার চুকনগর বাজারে ‘আব্বাসের হোটেলে’ দুপুরের খাবার খান। ভাত খাওয়ার পর তারা খুলনার উদ্দেশ্যে রওনা করেন। দ্রæতগামী মোটরসাইকেলটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঁঠালতলা বিশ্বাস বাড়ির সামনে একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীতগামী আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক তারিয়েফ সুনাম দীপ নিহত ও তিনি বন্ধু মোটরসাইকেল থেকে রাস্তার বাইরে দূরে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে চুকনগর হাইওয়ে থানা পুলিশ ও ডুমুরিয়া থানা পুলিশ হতাহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।
এদিকে গতকাল বুধবার সন্ধ্যায় পাইকগাছা জিরো পয়েন্টে খুলনা থেকে আসা দ্রæতগামী বাসের (ঢাকা মেট্রো-চ-৫৬৪৭) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। নিহত হাসান শেখ (৩০) উপজেলার আলমতলা গ্রামের সাত্তার শেখের ছেলে।
পাইকগাছা থানার ওসি এমদাদুল হক শেখ জানান, খুলনা থেকে ছেড়ে আসা বাসটি বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে জিরোপয়েন্ট নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথম একটি বাসকে ধাক্কা দেয়। পরবর্তীতে সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। এ সময় দুইজন আহত হয়। আহতরা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছনে। গাড়ীটি জব্দ করে থানায় আনা হয়েছে এবং চালক পলাতক রয়েছে।