ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর করুণ মৃত্যু
ডুমুরিয়া প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় আখি খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীর করুণ মৃত্যু হয়েছে। সে চেঁচুড়ি কে বি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রি। আখি খাতুন চেঁচুড়ি গ্রামের এবং ইরাক প্রবাসি আলমগীর হালদারের একমাত্র মেয়ে।
এলাকাবাসিসূত্রে জানা যায়; গতকাল রোববার সকালে আখি খাতুন চেচুড়ি কে বি মাধ্যমিক বিদ্যালয়ে যাচ্ছিল। বকুলতলা দোতলা মাদরাসার নিকট পৌঁছালে পেছন থেকে একটি আ্যাপাচি মটর সাইকেল যার রেজি নং খুলনা-ল-১১-২৪১৭ আখি খাতুনকে প্রচÐভাবে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।
মটর সাইকেল চালক বিএল কলেজ ছাত্র তুহিন (২৩) গুরুতর আহত হয়। তুহিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আবুল হাসান নামে মটরসাইকেলের অপর আরোহীও আহত হয়।
এ ব্যাপারে ধামালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রেজোয়ান হোসেন মোল্যা জানান, কাটেঙ্গা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে আখি খাতুন সকালে বিদ্যালয়ে যাচ্ছিল।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম বিপ্লব জানান, ধামালিয়া ইউনিয়নের কাটেঙ্গায় মোটর সাইকেলের ধাক্কায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটর সাইকেল রেখে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।