December 21, 2024
আঞ্চলিক

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

দ: প্রতিবেদক

ডুমুরিয়া উপজেলায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলী হোসেন (৩৫) নামে ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আলী হোসেন খুলনার রূপসা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। আহতদের নামপরিচয়া জানা যায়নি। গতকাল  বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে চুকনগর-খুলনা মহাসড়কের চাকুন্দিয়া আয়েজেরবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা চুকনগরগামী পিকআপভ্যানের (খুলনা-হ-১১-১৭৫৯) সঙ্গে খুলনাগামী দু’টি মোটরসাইকেলের (খুলনা-হ-১২-৬৬৮২, অপরটি রেজিস্ট্রেশন করা, তবে নম্বরবিহীন) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটসাইকেল দু’টি মহাসড়কের উপর ছিটকে দুমড়েমুচড়ে যায় এবং পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে। দুর্ঘটনায় দুই মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী গুরুতর আহত হন।

খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যায়।

ডুমুরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার যুগল বিশ্বাস বলেন, আহতদের খুমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। অপর দুইজন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

খর্ণিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। পিকআপভ্যান ও মোটরসাইকেল দু’টি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *