ডুমুরিয়ায় সাস’র মাঠ দিবস অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়ন সংস্থা সাস’র আয়োজনে মাঠ পর্যায়ে উন্নত পদ্ধতিতে কার্প-গলদা মিশ্র চাষ, বাজারজাত করন উদ্যোক্তাদের আয়বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে প্রদর্শনী খামারীর মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পিএসিই প্রকল্পের আওতায় ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে গত সোমবার সকালে উপজেলার রানাই কুন্ডুপাড়া শিশু শিক্ষা স্কুল মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রকল্পের সহকারী পরিচালক একেএম গোলাম ফারুক।
প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক। বক্তব্য দেন ফ্যাসিলিটেটর মোঃ জুলফিক্কার আলী, আবুল কালাম আজাদ, আবু জাহিদ, জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য এমএ হান্নান, শেখ রবিউল ইসলাম, হাবিবুর সরদার, উত্তম কুন্ডু, শারমিন বেগম প্রমূখ। মাঠ দিবসে বিভিন্ন এলাকা থেকে শতাধিক মৎস্য চাষী অংশগ্রহণ করেন।