ডুমুরিয়ায় সমাজ সেবক গোলাম সরোয়ার আর নেই
ডুমুরিয়া প্রতিনিধি
জনতা আদর্শ গ্রাম উন্নয়ন রহুমুখী সমবায় সমিতি লিঃ এর প্রিন্সিপ্যাল অফিসার এস এম গোলাম কুদ্দুসের ছোট ভাই বিশিষ্ট সমাজসেবক এসএম গোলাম সরোয়ার (৫৬) আর নেই। (ইন্নালিল্লাহি … রাজিউন)। তিনি সোমবার দিবাগত মধ্যরাতে আকস্মিকভাবে হার্টস্ট্রোকে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ কন্যাসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। এসএম গোলাম সরোয়ারের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল মঙ্গলবার বিকেলে থুকড়া ইসলামিয়া ওয়াজেদিয়া দাঃ মাদরাসা মাঠে মরহুমের জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
নামাজে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান জামাল, জেলা পরিষদের সদস্য সরদার আবু সালেহ, উপজেলা বিএনপির সভাপতি মোল্যা মোশারফ হোসেন মফিজ, রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান খান শাকুর উদ্দিন, আওয়মী লীগ নেতা নূর আহমেদ মুকুল, বিএম নিজাম উদ্দিন, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সরোয়ার হোসেন, বিএনপি নেতা আ ঃরব আকুঞ্জী, ডা. আলম, জিহাদুল ইসলাম প্রমুখ।