ডুমুরিয়ায় শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ক্রীড়া প্রতিযোগিতা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া রামকৃষ্ণপুর দেলতলা সার্বজনীন মন্দিরে গতকাল মন্দির ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রমে উপজেলা ভিত্তিক বার্ষিক ক্রীড়া-প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুরায়ন সংস্থার আয়োজনে ইউপি সদস্য নারান চন্দ্র জোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুরায়ণ সংস্থার সভাপতি কৃষ্ণপদ বৈরাগী, সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংস্থার নির্বাহী পরিচালক অনুপম মন্ডল।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেলতলা সরকারী প্রা: বিদ্যালয়ের সভাপতি জয়ান্ত সরকার, বিশিষ্ট সমাজ সেবক অপুর্ব সরকার, বিশিষ্ঠ সমাজ সেবক রমেন্দ্রনাথ মন্ডল, অনাদী মোহন মন্ডল, বিষ্ণুপদ বৈরাগী, দিপক বিশ্বাস, বলাই সরকার, সার্বিক ক্রীড়া পরিচালনা করেন পল্লব কুমার কুন্ডু ফিল্ড সুপারভাইজার, খুলনা ট্রেনার মোনজ কুমার মন্ডল, সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন পবিত্র মন্ডল প্রমুখ।