ডুমুরিয়ায় র্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ২
দ: প্রতিবেদক
খুলনায় র্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ দু’জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন ডুমুরিয়া উপজেলার তাহেরা গ্রামের মৃত সুনিল বিশ্বাসের ছেলে শান্ত বিশ্বাস (২৩) ও মধুগ্রাম এলাকার মোঃ মান্দার @ দেলোয়ার গাজীর ছেলে মোঃ রিপন গাজী (২৮)। গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টায় তাদের আটক করা হয়।
র্যাব-৬’র সাতক্ষীরা ক্যাম্পের স্পেশাল কোম্পানী কমান্ডার লেঃ এম মাহমুদুর রহমান মোল্লা বিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানাধীন মিকসিমিল গ্রামস্থ্য সার্বজনীন কালি মন্দিরের সামনে অভিযান চালিয়ে আসামীদেরকে আটক করা হয়। এসময় একটি ভারতীয় তৈরী শাটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে খুলনা জেলার ডুমুরিয়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।