ডুমুরিয়ায় রুদাঘরা ইউনিয়নে ওয়ার্ড সভা সম্পন্ন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় রুদাঘরা ইউনিয়ন পরিষদের আয়োজনে ৪নং ওয়ার্ডের চহেড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে উৎসব মুখর পরিবেশে স্থানীয় ইউপি সদস্য মোঃ রফিক জোয়ার্দারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল খোকন। পরিষদের সচিব উৎপল বসাকের সঞ্চালনায় সভায় বক্তব্যদেন মহিলা ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, আ’লীগ নেতা জিএম খলিলুর রহমান, পূর্ণিমা মল্লিক, শিক্ষক প্রভাষ মল্লিক, রাবেয়া সুলতানা, মোল্যা জহির উদ্দিন, মিন্টু মল্লিক প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এর আগে ১৫ ডিসেম্বর থেকে স্থানীয় সরকার ও কার্যকর জবাবদিহি মুলক (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায় প্রকল্পের উপ-পরিচালক ও উপজেলা নির্বাহী অফিসারের তত্ত¡াবধায়নে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে অনুরুপ সভা অনুষ্ঠিত হয়েছে।