ডুমুরিয়ায় যুবলীগ নেতা মারপিটের শিকার
ডুমুরিয়া প্রতিনিধি
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিটের শিকার হয়েছেন ডুমুরিয়া উপজেলার চেঁচুড়ি গ্রামের মফিদুল ইসলাম সরদার। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা ৭টায় চেঁচুড়ি কায়েমের মোড়ে। মফিদুল ১নং ধামালিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
ঘটনায় প্রকাশ; উপজেলার চেঁচুড়ি গ্রামের মৃত ইয়াকুব সরদারের পুত্র যুবলীগ নেতা মফিদুল ইসলাম (৪৫) সন্ধ্যা ৭টার দিকে কায়েমের মোড়ে আলম গাজীর চায়ের দোকানে বসেছিল। এ সময় ১৮-২০জন লোক মফিদুলকে ডেকে নিয়ে লাঠি ও টর্চ লাইট দিয়ে দফায় দফায় মারপিট করতে থাকে। আলম গাজী (৪৬) জানায়, আমি ঠেকাতে গেলে আমাকেও মারপিট করে দোকান ভাংচুর করে। খবর পেয়ে পরিবারের লোকজন এসে মফিদুলকে উদ্ধার করে বরুনা বাজারে ডা. দীন মোহাম্মাদ খোকার ক্লিনিকে নিয়ে যায়।
মফিদুল ইসলাম জানান, ২বছর আগে পাশ্ববর্তী আলামিন লস্করকে ৩৬ হাজার টাকা ধার দেই। দীর্ঘদির ধরে টাকা চেয়েও পাচ্ছিনা। পরে আলামিনের বড় ভাই হূমায়ুন ঐ টাকা পরিশোধের দায়িত্ব নেয়। তারপরও টাকা না দেয়ায় তাগাদা দিলে পরিকল্পিতভাবে আমাকে মারপিট করেছে। আমি এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিয়েছি।
এদিকে আলামিন ও হূমায়ুন লস্কর জানান, মারামারির ঘটনা সম্পর্কে আমরা কিছু জানিনা। তবে টাকা ধার নেয়ার ব্যাপারে বলেন, দেড় বছর আগে আলামিনের নিকট মফিদুল ২৩ হাজার টাকা চড়া সুদে ঋণ দিয়েছে। প্রতি সপ্তাহে ৭ শত টাকা সুদ দিলেও বর্তমানে ৩৬ হাজার টাকা পাওনা দাবি করছে।