January 21, 2025
আঞ্চলিক

ডুমুরিয়ায় মানুষের মৃতদেহ গোসলের স্থানে প্রভাবশালীর গোয়াল ঘর নির্মাণের অভিযোগ

দ: প্রতিবেদক

ডুমুরিয়ায় সাজিয়ারা মেছাঘোনা এলাকার সামাজিক কাজে ব্যবহৃত জমিতে প্রভাবশালীর গোয়াল ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে এলাকাবাসী ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। গত ২ ফেব্র“য়ারি এ লিখিত অভিযোগ উপজেলা চেয়ারম্যান, সহকারি কমিশনার (ভূমি) ও স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুলিপি দেয়া হয়েছে।

এলাকাবাসীর অভিযোগের সূত্রে জানা গেছে, ডুমুরিয়ায় সাজিয়ারা মেছাঘোনা এলাকায় ৮৩১নিং দাগে সরকারি ১নং খাস খতিয়ানের ৪/৫শতক জমিতে স্থানীয় মানুষজন নানা ধরনের সামাজিক কাজে ব্যবহার করে আসছেন। সেখানে সুপেয় পানির জণ্য গভীর নলকুপ স্থাপন করা রয়েছে। এছাড়া এলাকায় কেউ মৃত্যুবরণ করলে ওই স্থানে গোসল ও জানাজা হয়ে থাকে। তবে হঠাৎ করেই ওই এলাকার মৃত আকরামুজ্জামানের ছেলে মোঃ ওহিদুজ্জামান সরদার সেখানে গোয়ালঘর নির্মাণ শুরু করেন। এবিষয়ে এলাকাবাসী বাধা দিলেও তিনি কারও কথা না শুনে সেখানে জোরপূর্বক নির্মাণকাজ চালাচ্ছেন।

এবিষয়ে ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ বলেন, এলাকাবাসীর অভিযোগের বিষয়টি সরেজমিন তদন্ত করে দেখা হবে। সেখানে যদি কোন অন্যায়ভাবে দখল চলে তাহলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *