ডুমুরিয়ায় মানবাধিকার’র শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মানবাধিকার সংগঠন ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি উপজেলা শাখার আয়োজনে শিক্ষা ও স্বাস্থ্য সেবা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শেখ আব্দুল মজিদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি মোঃ গাজী মোস্তফা। প্রধান অতিথি ছিলেন নির্বাহী পরিচালক মোঃ আসাদুজ্জামান।
সাধারণ সম্পাদক সাংবাদিক সাব্বির খান ডালিমের সঞ্চালনায় বক্তব্য দেন উপদেষ্টা মুফতি আব্দুল কাইয়ুম জমার্দ্দার, মাসুদ রানা নান্টু, জেলা মহিলা সম্পাদিকা তাহেরা খাতুন, শেখ সিরাজুল ইসলাম, হেমন্ত কিশোর মন্ডল, অমিতাভ গাইন, জাহানারা বেগম, রাখিজা খাতুন, বিশ্বজিত সানা প্রমূখ।