ডুমুরিয়ায় মাদকসেবী আটক
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইব্রাহিম সরদার (৩২) নামের এক মাদকসেবীকে আটক করেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার রুস্তমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। থানা পুলিশের এএসআই আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন দুপুরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে রুস্তমপুর এলাকার ইবাদ আলীর ছেলে ইব্রাহিম সরদারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদকসেবী ইব্রাহিম থানা হাজতে আটক ছিল।