December 21, 2024
আঞ্চলিক

ডুমুরিয়ায় মাতৃভাষা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

ডুমুরিয়া প্রতিনিধি

২১ ফেব্রæয়ারী মহান শহীদ দিবস ও আšতর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। গত ১২ ফেব্রæয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জিব দাসের সভাপতিত্বে কর্মসূচী প্রণয়নের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০ ফেব্রæয়ারী সকাল ১০ টায় রচনা প্রতিযোগীতা, সাড়ে ১০টায় চিত্রাংকন প্রতিযোগীতা, দিবাগত রাত ০০.০১ মিনিটে ডুমুরিয়া কলেজ চত্বর শহীদ মিনারে পুষ্প¯তবক অর্পণ, ২১ তারিখ সকালে জাতীয় পতাকা সঠিক নিয়মে উত্তোলন, সকাল ৮:০০ র‌্যালী (প্রভাত ফেরি) সহকারে ডুমুরিয়া কলেজ চত্বর শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা, সকাল ০৯:০০টা কবিতা আবৃতি প্রতিযোগীতা, সাড়ে ৯টায় শুদ্ধভাবে বাংলা বানান লেখা প্রতিযোগীতা, সকাল ১০টা আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এবং সকল ধর্মীয় প্রতিষ্ঠানে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।

কর্মসূচী সফলভাবে বাস্তবায়নের জন্যে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়ের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি, দিবসটি পালনে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উদযাপন কমিটি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে ৬টি উপ-কমিটি/বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। কর্মসূচী সফল করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জিব দাস ইতোমধ্যে ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও আলোচনা সভা করে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *