ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা হলেও ব্যবসায়ীরা আমলে নিচ্ছে না
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার ব্যবসায়ীরা করোনা ভাইরাস ইস্যুকে কেন্দ্র করে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রশাসনের অভিযানকে আমলে নিচ্ছেন না । প্রায় প্রতিদিনই ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল, ডাল, তেল লবন, সাবানসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েই চলেছে। এদিকে গতকাল সোমবার থুকড়া বাজারে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এ সময়ে হোটেল মালিক ফারুকের দোকানে ৫ হাজার টাকা জরিমানা অত:পর সিলগালা করে। এছাড়া মুদী দোকানদার ইদ্রিসকে ৩ হাজার টাকা এবং গনি স্টোরকে ৩ হাজার ও জাহাঙ্গির স্টোরকে ১ টাকা জরিমানা করেছে।
জেলার ডুমুরিয়া উপজেলায় প্রায় তিন লাখ লোকের বসবাস। ১৪টি ইউনিয়নে ডুমুরিয়া বাজার, শাহপুর বাজার, চুকনগর বাজার, বরুনা, চেচুড়ী, কোমরাইল, মিকশিমিল, রংপুর, খর্নিয়া বাজার, থুকড়া বাজার, শরাফপুর বাজার, বানয়াখালী বাজারসহ কমপক্ষে ২৫টি ছোট বড় বাজার রয়েছে। এছাড়া প্রতিটি গ্রামেও রয়েছে অসংখ্য দোকান-পাট। যেখানে চাল, ডাল, তেল, লবন, সাবান, মশলা জাতীয় পন্য বিক্রি হয়। এছাড়া কাঁচা তরি-তরকারির দোকানও রয়েছে হাজার খানেক। করোনা ভাইরাসের সংক্রমনের খবর ছড়িয়ে পড়ায় ৪০ টাকার পেয়াজের কেজি হয়ে যায় ৮০ টাকা, ৬০ টাকার মসুড়ির ডাল ৮০ টাকা, ৮৫ টাকার সোয়াবিন ১০০ টাকা, ৩৫ টাকার চালের দাম ৪২/৪৫ টাকা কেজি দরে বিক্রি হতে থাকে। । দাম বাড়ে সাবানের, বিøসিং পাউডার, মশলা, চাসহ অন্যান্য পন্যের। এছাড়া চলতি বোরো মৌসুমে সেচ কাজে ব্যবহৃত ডিজেলের দামও বাড়িয়ে দেয়া হয়। ৬৫ টাকার ডিজেল বিক্রি হয় ৮০/৮৫ টাকা লিটার দরে। প্রশাসনও নড়েচড়ে বসে। শুরু করে অভিযান। গত তিন চারদিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চুকনগর বাজার, শাহপুর বাজার, ডুমুরিয়া বাজারসহ বিভিন্ন স্থানে। ভ্রাম্যমান অভিযান পরিচালনা করায় দাম কিছুটা কমে। তবে সুযোগ পেলেই এসকল অসাধু ব্যবসায়ীরা আবারও বেশি টাকা দরে পন্য বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে ডুমুরিয়া উপজেলা নির্বারউ অফিসার মোছা: শাহানাজ বেগম বলেন, নিত্যপন্যের মূল্য স্বাভাবিক রাখতে প্রতিদিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। এতে দাম কিছুটা কমছে। মানুষকে সচেতন হতে হবে। ব্যবসায়ীদের সুযোগ বুঝে বেশি মুনাফা লোভ থেকে সরে আসতে হবে। তা না হলে মানুষের দুর্ভোগ কমবে না।