ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় করোনা ভাইরাসকে কেন্দ্র করে দ্রব্যমূল্য বৃদ্ধি ও জনসমাবেশকে কেন্দ্র করে ভ্রাম্যামান আদালতের মাধ্যমে ২৩ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার ডুমুরিয়া উপজেলার একাধিক স্থানে বিভিন্ন ঘটনায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ২৩ হাজা ৫’শ টাকা জরিমানাপূর্বক নগদ আদায় করা হয়।
চুকনগর বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে মুজিবর রহমান ও মিজানুর রহমানকে যথাক্রমে ৫’শ টাকা ও ১ হাজার টাকা, আঠারোমাইল বাজারে চাউল ব্যবসায়ী রেজাউল ইসলামকে ২ হাজার টাকা এবং ধামালিয়া ইউনিয়নের চেচুড়ী গ্রামে বিবাহত্তোর বৌভাত অনুষ্ঠানে জনসমাবেশ ঘটানোর অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় রেজোয়ান গাজীকে ২০ হাজার টাকা সর্বমোট ২৩ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ শাহনাজ বেগম। এছাড়া বিদেশ ফেরৎ সকলকে কোয়ারেন্টাইন শর্ত মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করা হয়।