ডুমুরিয়ায় ফেন্সিডিলসহ তিন যুবক আটক
দ: প্রতিবেদক
খুলনায় ১০ বোতল ফেন্সিডিলসহ তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকরা হলেন ডুমুরিয়া উপজেলার মাঘুরঘোনা গ্রামের মৃত আনোয়ার মোড়লের ছেলে মোঃ মোজাফ্ফর মোড়ল (৩০), একই উপজেলার মালতিয়া গ্রামের মোঃ আবুল শেখের ছেলে মোঃ সোহাগ শেখ (২৮) ও মোঃ নুর আলী গাজীর ছেলে মোঃ মাসুম গাজী (২৩)। রবিবার রাতে তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ জানান, তার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান ও আইন শৃঙ্খলা রক্ষা ডিউটি পরিচালনাকালে ডুমুুরিয়া থানাধীন মাগুরঘোনা হয়ে মোটরসাইকেলে মাদকদ্রব্য নিয়ে মালতিয়া গ্রামে যাওয়ার পথে আসামীদের আটক করা হয়। এসময় তাদের শরীরের বিভিন্ন স্থানে রাখা ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক সেখ কনি মিয়া বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদক মামলা দায়ের করেন।