ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক আহত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষরা হামলা চালিয়ে এক যুবককে বেধড়ক মারপিট ও তার ব্যবহৃত মোটর সাইকেল ভাংচুর করেছে। ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার টিপনা প্রাথমিক স্কুল মাঠ এলাকায়। এ ব্যাপারে আহত যুবক বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ করেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার মেছাঘোনা গ্রামের সাইদুর রহমানের ছেলে শেখ সাকিবুর রহমান (১৮) গতকাল বৃহস্পতিবার দুপুরে টিপনা প্রাথমিক স্কুল মাঠে খেলার অনুষ্টানে যায়। তাকে দেখতে পেয়েই পূর্ব শত্রæতার জের ধরে টিপনা নতুনরাস্তা এলাকার আমজাদ শেখের ছেলে আজিজুর রহমান (২২), আমিনুর রহমান (৩৮), আঙ্গারদোহা এলাকার মৃত নাজের মোড়লের ছেলে ইকবাল মোড়ল (৩০) অকথ্য ভাষায় গালি-গালাজ শুরু করে। এ সময় সাকিব কারণ জানতে চাইলে প্রতিপক্ষরা হামলা চালিয়ে তাকে বেধড়ক মারপিট শুরু করে। হামলায় সাকিব রক্তাক্ত জখম হয় এবং তার ব্যবহৃত মোটর সাইকেলটি ভাংচুর করে। এ ঘটনায় সে বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ করেছে। এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।