ডুমুরিয়ায় পুষ্টি সমন্বয় কমিটির সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে পুষ্টি সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার মোছা শাহনাজ বেগমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজলা চেয়ারম্যান এজাজ আহমেদ।
বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের সুদিন প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর নাদিয়া আফরিনের সঞ্চালনায় আয়োজিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুকলাল বৈদ্য। বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, শারমিনা পারভীন রুমা, সংস্থার ইউনিয়ন ফ্যাসিলিটেটর শেখ তৈয়বুর রহমান, রওশন আরা খাতুন প্রমূখ।