ডুমুরিয়ায় পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও খুলনা পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতা মূলক ব্যবহার আইন ও বিধিমালা বাস্তবায়ন ও পাট খাতে বিনিয়োগ আর্কষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে ডুমুরিয়া অফিসার্স ক্লাবে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন পাট অধিদপ্তর খুলনার সহ-কারি পরিচালক মোঃ সিরাজুল ইসলাম।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ বেগম। বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম কামরুজ্জামান। সভায় স্বাগত বক্তব্যদেন পাট অধিদপ্তর খুলনার মূখ্য পরিদর্শক রাধে শ্যাম নাথ। আরো বক্তব্যদেন উপ-সহকারি পাট কর্মকর্তা আব্দুল আলীম, পাট পরিদর্শক মুজিবুর রহমান, এম, আকতার হোসেন প্রমুখ। সেমিনারে থানা পুলিশ প্রশাসন, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।