December 21, 2024
আঞ্চলিক

ডুমুরিয়ায় নারী উন্নয়ন ফোরামের সভা অনুষ্ঠিত

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতা উন্নয়নে উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভিন রুমা। সভায় ১৪টি ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি মেম্বর ও নারী নেত্রী বক্তরা বিভিন্ন বৈষম্য তুলে ধরে বক্তব্য দেন।

রুদাঘরা ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বর হামিদা বেগম ও মনোয়ারা বেগমসহ অনেক ইউপি মহিলা মেম্বর অভিযোগ করে বলেন, ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী মহিলা মেম্বরদের যথাযথ সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে না। সরকার প্রদত্ত সম্মানি ভাতা পেলেও ইউনিয়ন পরিষদ হতে সম্মানী ভাতার অংশ দেয়া হচ্ছে না। নানান অজুহাতে আমাদের প্রাপ্য ন্যায্য অধিকার হতে বঞ্চিত রাখা হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা। বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা রুপান্তর এর সহযোগীতায় আয়োজিত সভায় অন্যানের মধ্যে বক্তব্যদেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সহ-সভাপতি ও ইউপি সদস্য কবিতা রাণী বিশ্বাস, সাধারণ সম্পাদক মঞ্জুয়ারা বেগম, সদস্য বিভা বিশ্বাস, জাহানারা বেগম, আবেদা খানম প্রমুখ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *