April 24, 2025
আঞ্চলিক

ডুমুরিয়ায় নদী খনন ও জোয়ারভাটার দাবিতে স্মারকলিপি

ডুমুরিয়া প্রতিনিধি

হামকুড়া নদী খনন এবং পশ্চিম শালতা, হরি নদী অববাহিকায় টিআরএম বাস্তবায়নসহ সুখ নদীতে নেট- পাটা অপসারণের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়া উপজেলা পানি কমিটির আয়োজনে শেখ আব্দুল মজিদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পানি কমিটির সভাপতি গাজী গরহরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহনাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, অধ্যাপক হাসেম আলী, উপজেলা পানি কমিটির সম্পাদক শেখ সেলিম আক্তার স্বপন, ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন আকুঞ্জী, সাঃ সম্পাদক আঃ লতিফ মোড়ল, অধ্যাপক আবুল বাশার, দিলীপ কুমার মন্ডল, মোহাম্মদ আলী,শেখ লুৎফর রহমান, গাজী আব্দুস সালাম, মীর জিল্লুর রহমান, মাস্টার আফসার হোসেন, শিবপদ মল্লিক, সুজিত কুমার ভৌমিক, শেখ মোশারফ হোসেন প্রমুখ। আলোচনা শেষে ডুমুরিয়া উপজেলার হামকুড়া ও পশ্চিম শালতা নদী অববাহিকায় টিআরএম বাস্তবায়ন, ভবদহের হরি নদী অববাহিকায় বন্ধ হয়ে যাওয়া টিআরএম অবিলম্বে চালু করা এবং মাগুরখালি ইউনিয়নের সুখ নদীতে নেট পাটা অপসারণের দাবিতে পানি কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন; জলাবদ্ধতা দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি বড় সমস্যা। এতে চাষাবাদ, মৎস্য চাষ শাক সব্জি উৎপাদন ব্যাহত হচ্ছে। এ সমস্যা সমাধানের জন্য আপনাদের অব্যাহত চেষ্টা একদিন আলোরমুখ দেখবে। তিনি আরও বলেন, জনগণের এ দাবি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের চেষ্টা করবো।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *