ডুমুরিয়ায় দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা পর্যায়ে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য’ শীর্ষক দুই দিনব্যাপি জাতীয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা চত্বরে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় আয়োজিত উদ্ভোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ বেগম।
সভায় প্রধান অতিথির বক্তব্যদেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমদ, ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম ও শারমিনা পারভীন রুমা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দীন। সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন, থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুল লতিফ মোড়ল প্রমুখ। শনি ও রোববার দুই দিন ব্যাপি প্রতিযোগীতায় উপজেলার ৯২টি মাধ্যমিক স্কুল ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করছেন।