ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত
দ. প্রতিবেদক
খুলনার ডুমুরিয়ায় ডাম্পার ট্রাকের ধাক্কায় অনুপম মন্ডল (৩০) নামের এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ডুমুরিয়া-শরাফপুর সড়কের মইখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি রাজনগরের সাধু মন্ডলের ছেলে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বলেন, মইখালী বাজার এলাকায় ডাম্পার ট্রাকের ধাক্কায় অনুপম ঘটনাস্থলেই নিহত হন। নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।