January 22, 2025
আঞ্চলিক

ডুমুরিয়ায় টাকা চাওয়ার অপরাধে দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারপিট

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় পাওনা টাকা চাওয়ার অপরাধে দোকানে প্রবেশ করে এক ব্যবসায়ীকে মারপিট ও দোকানের আসবাবপত্র ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।গত মঙ্গল বার সন্ধ্যায় উপজেলার খর্ণিয়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ী শেখ মনজুর রহমানের থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়,খর্ণিয়া বাজারের সার-কীটনাশক ব্যবসায়ী শেখ মনজুর রহমান এক বছর পূর্বে খর্ণিয়া এলাকার বারিক হাওলাদারের ছেলে আলামিন হাওলাদার (৩০) কে ১০ হাজার টাকা ধার দেয়।

ঘটনার দিন সন্ধ্যায় ওই টাকা চ্ইালে ব্যবসায়ী ও আলামিনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। তারই জের ধরে আলামিন, বাবু, মাসুদসহ ১০/১২ জন সহযোগি লাঠিসোটা নিয়ে দোকানে প্রবেশ করে দোকানী মনজুর রহমানকে বেপরোয়া মারপিট এবং দোকানে থাকা আসবাবপত্র ভাংচুর করে।ঘটনা প্রসংগে থানা পুলিশের এসআই বিপ্লব বলেন গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *