ডুমুরিয়ায় চোরাই মোটরসাইকেলসহ আটক ২
দ: প্রতিবেদক
খুলনার ডুমুরিয়ায় একটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোরাকারবারীকে আটক করেছে র্যাব-৬। আটককৃতরা হলেন- যশোর জেলার শার্শার মোঃ নুরুজ্জামান’র ছেলে মোঃ আসাদুজ্জামান আরমান (২২) ও মাঃ আনোয়ার হোসেন’র ছেলে সাইদ আনোয়ার সোহান (১৮)। গত বুধবার মধ্যরাতে তাদের আটক করা হয়।
র্যাব-৬’র স্পেশাল কোম্পানী কমান্ডার মেজর মোঃ শামীম সরকারজানান, ডুমুরিয়া থানাধীন চুকনগর বাজারে কতিপয় ব্যক্তি চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয় করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামীদের আটক করে। এসময় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আসামীরা দীর্ঘদিন ধরে যশোর ও খুলনা জেলার বিভিন্ন থানা এলাকায় চোরাইকৃত মটর সাইকেল ক্রয় বিক্রয় করিয়া আসছে। আসামীদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় চুরি মামলা রুজু প্রক্রিয়াধীন।