ডুমুরিয়ায় চিংড়িতে জেলি পুশ করায় দুইজনকে দণ্ড
দ. প্রতিবেদক
খুলনায় চিংড়ি মাছে অবৈধভাবে জেলি পুশ করার উপকরণ রাখায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা এবং একজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাস এ দণ্ড প্রদান করেন। র্যাব-৬ মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ডুমুরিয়ার শেখ শফিকুর রহমানের ছেলে শেখ হুমায়ুন কবির (৪০) ও চিংড়া গ্রামের মৃত আব্দুল জব্বার মোড়লের ছেলে মোঃ তৈয়েবুর রহমান (৪৫)। এদের মধ্যে হুমায়ুন কবির মেসার্স নিহা এন্ড রুনা ফিস এর মালিক।
র্যাব-৬’র সহকারী পরিচালক (লিগ্যাল এন্ড মিডিয়া) এএসপি মো. মাহবুব উল আলম জানান, ‘সোমবার রাত সাড়ে ১২টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত মেজর মোঃ আনিস-উজ-জামান এবং এএসপি পহন চাকমা এর নেতৃত্বে র্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল ডুমুরিয়া বারোয়ানি বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এসময় চিংড়িতে জেলি পুশ করার উপকরণ পাওয়া যায়।’
তিনি আরও জানান, ‘জেলি পুশ করার তথ্য গোপন রাখা এবং অবৈধভাবে জেলি পুশ করার উপকরণ নিজ হেফাজতে রাখায় মৎস্য এবং মৎস্যজাত দ্রব্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮৩ এর ১০ ধারায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক শেখ হুমায়ুন কবিরকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৭ ও ১৮৮ ধারা মোতাবেক মোঃ তৈয়েবুর রহমানকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাস।’
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ