ডুমুরিয়ায় চাঁদাবাজির অভিযোগে দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩, পাঁচ লাখ টাকা উদ্ধার
দ. প্রতিবেদক
খুলনার ডুমুরিয়ায় চাঁদাবাজির অভিযোগে দুই ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাছাড়া ডুমুরিয়া উপজেলায় বর্তমানে চুরি, ধর্ষণ, মার্ডার, আত্মহত্যা বেড়ে গেছে। ডুমুরিয়া উপজেলার চাঁদাবাজদের কাছে থেকে পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়। সোমবার বিকেলে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের আন্দুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তারা হলেন- রঘুনাথপুর ইউপি সদস্য মনিরুজ্জামান গাজী (৪৭), ইউপি সদস্য আব্দুল হক (৫০) ও আন্দুলিয়ার জিএম রাসেল (৩২)।
পুলিশের সূত্র জানায়, গত রবিবার রাতে উপজেলার রঘুনাথপুর ইউপি সদস্য মনিরুজ্জামান ও আব্দুল হকের নেতৃত্বে তাদের লোকজন ভয়ভীতি ও চাপ সৃষ্টি করে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এভাবে টাকা নেওয়া চাঁদাবাজির শামিল। এ ঘটনায় দুই ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি মামলা দায়ের করেন ভুক্তভোগী ব্যক্তি। ডুমুরিয়ার আন্দুলিয়ায় অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয় দুই ইউপি সদস্যসহ তাদের সাঙ্গপাঙ্গরা। চাঁদাবাজির বিষয়টি জানাজানির একপর্যায়ে সোমবার বিকেলে অভিযান চালিয়ে ওই দুই ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করে ডুমুরিয়া থানা পুলিশ। এরপর তাদের স্বীকারোক্তিতে চাঁদাবাজির পাঁচ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।
খুলনা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, কোনো প্রকার মাদক ব্যবসায়ী চাঁদাবাজ আমার জেলায় দেখতে চাই না। তিনি আরও বলেন, ইউপি সদস্য মনিরুজ্জামান ও আব্দুল হকের নেতৃত্বে তাদের লোকজন নানা ভয়ভীতি ও চাপ সৃষ্টি করে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় থানায় চাঁদাবাজির অভিযোগে দুই ইউপি সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত টাকা তালিকামূলে জব্দ করা হয়। মঙ্গলবার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আদালতে আসামিদের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়