January 22, 2025
আঞ্চলিক

ডুমুরিয়ায় এক চাষীর তরমুজ ও গাছ কেটে ২ লক্ষাধিক টাকার ক্ষতি

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় হতদরিদ্র এক তরমুজ চাষীর ভরা ক্ষেতে প্রায় ৫ শতাধিক তরমুজ কেটে সাবাড় করে দিয়েছে দূর্বৃত্তরা।এতে তার ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ কৃষক ।গত মঙ্গলবার রাতে উপজেলার মাগুরখালী বাগারদাড়ি বিলে এ ঘটনা ঘটে।এ ঘটনায় কৃষক মোস্তফা বিশ্বাস থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও এ্লাকাবাসির সাথে কথা বলে জানা যায়, পাইকগাছা থানাধীন শহীদখালী গ্রামস্থ আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে মোস্তফা বিশ্বাস ডুমুরিয়া থানার মাগুরখালী বাগারদাড়ি বিলে শংকর মন্ডলের জমি হারিতে নিয়ে তরমুজ চাষ করে আসছে। চলতি বছরে আশ্বিন মাসের শুরুতে তিনি অর্ধলক্ষাধিক টাকা ব্যয় করে ওই জমিতে তরমুজের আবাদ করেন। আবাদী জমিতে রোপিত প্রায় ২ হাজার তরমুজ গাছে ছোট বড় কয়েক হাজার ফল ধরে। বাম্পার ফলন দেখে ওই হতদরিদ্র পরিবারে চোখে মুখে ফুটে ওঠে সোনালী স্বপ্ন। কিন্তু সে আশায় বালি, ঘটনার রাতে স্থানীয় প্রতিপক্ষ পূর্ব শত্রæতার জের ধরে তার ক্ষেতে থাকা ৫ শতাধিক বড় বড় তরমুজ ও একাধিক ফলন্ত গাছ কেটে সাবাড় করে দেয়। এতে তার ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এবং পথে বসতে চলেছে পরিবারটি।

তরমুজ চাষী মোস্তফা, স্ত্রী রেবেকা ও কন্যা রাফেজা খাতুন কান্না বিজড়িত কন্ঠে বলেন, একে তো দেনার ভারে আমরা জর্জরিত তারপর যে ক্ষতি করা হল এখন পথে বসা ছাড়া কোন উপায় নেই।

এ প্রসঙ্গে ওসি মোঃ আমিনুল ইসলাম বিপ্লব বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *