ডুমুরিয়ায় ইয়াবাসহ মাদক সম্রাট মাহাবুর গ্রেফতার
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় আবারও ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামী মাদক সম্রাট মাহাবুর রহমান ফকির (৪৩) কে গ্রেফতার করেছে খুলনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত মঙ্গলবার রাত ১০টার দিকে চুকনগর সদরে অবস্থিত তার শশুর খায়রুল ইসলাম শেখের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ডুমুরিয়া উপজেলার নোয়াকাটি এলাকার বাসিন্দা। এর আগে একাধিকবার মাদকসহ সে পুলিশের হাতে গ্রেফতার হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সে দীর্ঘদিন যাবৎ চুকনগর এলাকায় ভাড়া বাসায় থেকে মাদকের ব্যবসা করে আসছিল। এক পর্যায়ে মঙ্গলবার রাতে শশুর বাড়িতে মাদক বেঁচাকেনার গোপন খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান দেয়। এ সময় মাহাবুরকে একটি কক্ষ থেকে বের করে দেহ তল্লাশি কালে প্যান্টের পকেটে নীল রঙ্গের প্যাকেটে লুকিয়ে রাখা ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এস.আই শেখ কনি মিয়া বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।
এ প্রসঙ্গে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তোফায়েল আহম্মেদ জানান, ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে আসামী মাহাবুরকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ডুমুরিয়া সহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য আইনের মামলা রয়েছে।