ডুমুরিয়ায় আশা’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়ন সংস্থা আশা খর্ণিয়া ব্র্যাঞ্চ ও স্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে খর্ণিয়া ব্র্যাঞ্চ অফিসে দিনব্যাপি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার। প্রকল্পের সিনিয়র আরএম মোঃ রেজোয়ানুল করিমের সভাপত্বিতে আয়োজিত সভায় স্বাগত বক্তব্যদেন ব্র্যাঞ্চ ম্যানেজার সমীর রায় চৌধুরী।
বক্তব্য দেন মেডিকেল অফিসার ডাঃ সাদ মোহাম্মদ কায়েস, প্রোগ্রাম অফিসার মোঃ বজলুর রহমান, প্রকল্প কর্মকর্তা শেখ আজাদুর রহমান, জাহিদুল ইসলাম, ডাঃ সুজিত মন্ডল, সহকারী ম্যানেজার সোহেল রানা রেজোয়ান হোসেন, স্বাস্থ্য সহকারী জেসমিন নাহার, শাহানারা পারভীন, মুক্তি দাস, পারভীন সুলতানা, ফাহিমা খাতুন প্রমূখ।