December 23, 2024
আঞ্চলিক

ডুমুরিয়ায় অবশেষে শিক্ষক পিপলু রানী অন্যত্র বদলী

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় ভান্ডারপাড়া আশ্রয়ন প্রকল্প সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিপলু রানী হালদারকে অবশেষে অন্যত্র বদলী করা হয়েছে। ছাত্রীকে মারপিট, জাতীয দিবস পালন না করা ও অভিভাবকদের সাথে অসৌজন্য মুলক আচারন করায় তাকে বদলী করা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

জানা যায় ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর পিপলু রানী হালদার প্রধান শিক্ষক হিসেবে ভান্ডারপাড়া আশ্রয়ন প্রকল্প সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। যোগদানের পরপরই ২৫ ফেব্রæয়ারী প্রথম শ্রেনীর ছাত্রী রুকাইয়া খাতুন কে মারপিট, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন না করা ও অভিভাবকদের সাথে অসৌজন্যমূলক আচরণসহ নানা অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এ নিয়ে অভিভাবক মহলের উদ্যোগে তার শাস্তির দাবিতে মানববন্ধন, বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়েরসহ একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

এ নিয়ে দফায় দফায় তদন্ত শেষে অবশেষে বদলী করা হয়েছে। গত ২৩ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর’র খুলনা বিভাগীয় উপ-পরিচালক মেহেরুন নেছা স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রশাসনিক কারনে খর্ণিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বদলী করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *