ডুমুরিয়ার মান্দ্রায় মাঠ ভরাট কাজ এলাকাবাসীর অভিযোগে স্থগিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া মান্দ্রায় ঈদগাহ মাঠে কাবিখা প্রকল্পের আওতায় মাটি ভরাট কাজে ৯ টন চাউল বরাদ্দ হয়। বরাদ্দকৃত অর্থে কাজ শুর হতে দেরি হওয়ায় এলাকাবাসীর চাপের মুখে মেয়াদ উত্তির্ণ কমিটির সভাপতি জি এম সামাদ গত রবিবার যবথব কাজ শুরু করেন। ঐ কাজে স্থানীয় জি এম সাকি ইউনুস, গোলাম সরোয়ার, আব্বাস মোল্যা, লিটন সরদার, আতিয়ার সরদার সহ অনেকেই কাজের তথ্যাদি জানতে চাইলে দুপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
বিরোধের জের ধরে গতকাল মঙ্গলবার ঘটনাস্থলে উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ বিরোধপূর্ণ ঘটনাটির সরেজমিন তদন্ত করেন। এসময় স্থানীয়রা অভিযোগ করে বলেন মেয়াদ উত্তির্ণ কমিটি দ্বারা সুষ্টু ভাবে মাঠে মাটি ভরাট কাজ করা সম্ভব নয়। নতুন কমিটি গঠন করে মাঠে মাটি ভরাট কাজ করতে হবে। এ বিষয়ে উভয়পক্ষ উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উভয় পক্ষকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে বিষয়টি নিস্পত্তি লক্ষ্যে সিদ্ধান্ত হয় যে আগামী ২৪/০১/২০ তারিখ শুক্রবার পুনরায় নতুন মাঠ কমিটি গঠন করে কাজ শুরু করা হবে।