ডুমুরিয়ার বান্দায় জমে উঠেছে মহানামযজ্ঞ ও মেলা অনুষ্ঠান ঃ হাজারো মানুষের ঢল
এস রফিক, ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় প্রতি বছরের ন্যায় বান্দা স্কুল এন্ড কলেজ সার্বজনীন পূজা মন্দিরে জমে উঠেছে ২৪ প্রহর ব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠান। আজ ৪র্থ দিন, আর এ যজ্ঞানুষ্ঠানের পাশাপাশি ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আয়োজন করা হয়েছে সপ্তাহ ব্যাপি মেলা অনুষ্ঠান। মেলানুষ্ঠানে নেমেছে হাজারও মানুষের ঢল।
সরেজমিন গিয়ে আয়োজক কমিটি ও দর্শার্থীদের সাথে কথা বলে জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও উপজেলার ঐতিহ্যবাহী বান্দা এলাকায় ছয় গ্রামের সমন্বয়ে আয়োজন করা হয়েছে মহানাম যজ্ঞানুষ্ঠানের পাশাপাশি মেলা অনুষ্ঠান। যেখানে দূর দূরন্ত থেকে হাজার হাজার সনাতন ধর্মালম্বী ভক্তবৃন্দের সমাগম ঘটছে। মেলায় অবস্থান নিয়েছে কাঠের তৈরী আসবাবপত্র,কসমেটিক খাবার হোটেল,চায়ের দোকান,নার্সারী,মুদিসহ তিন শতাধিক দোকানী পসরা।পাশে রয়েছে শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, ট্রেন, ওয়াটার পার্কসহ হরেক রকম বিনোদন সামগ্রী। যজ্ঞানুষ্ঠান উপভোগ করার জন্য সুদুর ভারত থেকে ভারতীয় দূতাবাস খুলনার সহকারী হাই কমিশনার শ্রী রাজেশ কুমার রায়না এসে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলেছেন। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। কথা হয় নামযজ্ঞ পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান ডাঃ হিমাংশু বিশ্বাস,সাধারন সম্পাদক সৌরীন্দ্রনাথ হালদার ও ইউপি সদস্য প্রীতিষ মন্ডলের সাথে। তারা একই সুরে সুর মিলিয়ে রলেন,২০ লক্ষাধিক টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নিয়ে যজ্ঞ ও মেলানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান পরিচালনার জন্য নিয়োগ করা হয়েছে এক হাজার স্বেচ্ছাসেবক কর্মী। ব্যবস্থা করা হয়েছে লক্ষাধিক ভক্তবৃন্দের মহাপ্রসাদ সামগ্রী।মশার উপদ্রব থেকে রেহাই পেতে মশারী দ্বারা আবৃত করা হয়েছে মহানাম সংকীর্ত্তন মঞ্চের চতুর্পাশ। এটি উপজেলার বৃহৎ যজ্ঞানুষ্ঠান দাবি করে তারা আরও জানান,গত বারের তুলনায় এবছর ভক্তবৃন্দের আগমন অনেক বেশী। আশা করি আগামীতে এর শ্রীবৃদ্ধি আরও প্রসার ঘটবে।