ডুমুরিয়ার প্রতিটি ইউনিয়নে বিট পুলিশ স্থাপন করা হবে : পুলিশ সুপার
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনা জেলা পুলিশ সুপারিন্টেন্ডেন্ট (এসপি) এ এম শফিউল্লাহ বলেছেন ডুমুরিয়া থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষাসহ এ সংক্রান্ত সলক সমস্যা সমাধানের লক্ষে ব্যাক্তি নিরাপত্তা দরকার। দরকার। এছাড়া সামাজিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তাই মানুষকে স্বস্থি দিতে পারে। এজন্য জেলা পুলিশের পক্ষ থেকে উপজেলার প্রতিটি (১৪) ইউনিয়নের জন্য একটি করে বিট পুলিশিং স্থান স্থাপন করা হবে। তিনি শনিবার ডুমুরিয়া থানার প্রশাসনের উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির কক্তব্যে এ কথা বলেন। ডুমুরিয়া থানা চত্বরে এই অনুষ্ঠানে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব সভাপতিত্ব করেন। পুলিশ পরিদর্শক ইন্সপেক্টর রফিকুল ইসলামের পরিচালনায় পুলিশ সুপার আরও বলেন রাতে বাজার বন্ধ সম্পর্কে বাজার কমিটিকে সিদ্ধান্ত নিয়ে সময় নির্ধারণ করতে হবে। সন্ধ্যার পরে সকল স্থানের কেরাম বোর্ড খেলা তাস খেলাসহ সকল জুয়া বন্ধ রাখতে হবে। শিক্ষার্থীরা গভীর রাত পর্যন্ত বাজারে অবস্থান করা থেকে বিরত থাকতে হবে। আদেশ অমান্যকারীকে আইনের আওতায় এনে শাস্তিমুলুক ব্যাবস্থার কথা জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,খুলনা জেলা পুলিশ সুপার জনাব শফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন এডিশনাল পুলিশ সুপার সজিব খানসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। এসময় বক্তব্য রাখেন, ডুমুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, আওয়ামীলীগ নেতা আফসার হোসেন জোয়ারদার, সাংবাদিক জি এম আব্দুস সালাম, চেয়ারম্যান রেজোয়ান হোসেন, চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম দিদার, চেয়ারম্যান প্রতাপ রায়, চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য, চেয়ারম্যান আবুল হাসান গাজী প্রমূখ। পরে পুলিশ সুপার এস এম শফিউল্লাহ চলমান করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেন।